![মুন্সীগঞ্জে ইসলামী ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/10/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_99176.jpg)
মুন্সীগঞ্জ, ১০ সেপ্টেম্বর, এবিনিউজ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর তৃতীয় এজেন্ট ব্যাংকিং আউটলেট আজ ১০ সেপ্টেম্বর ২০১৭, রবিবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাজারে উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ডেভেলপমেন্ট উইংপ্রধান আবু রেজা মোঃ ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ আউটলেট উদ্বোধন করেন। ব্যাংকের ঢাকা ইস্ট জোনপ্রধান ড. মোঃ কামাল উদ্দিন জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সফ্টওয়্যার ডিভিশনপ্রধান মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মোঃ মাহবুব আলম, সোনারগাঁও শাখার ব্যবস্থাপক মোঃ আলী আহমেদ ভূঁইয়া, এজেন্ট ‘কেএনবি এন্টারপ্রাইজ’-এর সত্ত্বাধিকারী ডাঃ মোঃ আতাউর রহমান খান খাদেম ও টেংগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম সালাউদ্দিন মাস্টার। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পেশাজীবীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবিএন/শেখ সাইদুল হাসান/জসিম/তোহা