বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নড়িয়ায় পন্টুন ছিঁড়ে ৩ লঞ্চডুবি : অনেকেই নিখোঁজ

নড়িয়ায় পন্টুন ছিঁড়ে ৩ লঞ্চডুবি : অনেকেই নিখোঁজ

শরীয়তপুর, ১১ সেপ্টেম্বর, এবিনিউজ : শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ওয়াপদা লঞ্চঘাটে পন্টুন বিচ্ছিন্ন হয়ে ৩টি লঞ্চ ডুবে গেছে। আজ সোমবার ভোর ৫টার দিকে স্রোতের তোড়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পন্টুন বিচ্ছিন্ন হয়ে লঞ্চগুলো ডুবে যায়। ৩ লঞ্চে থাকা বেশ কয়েকজন কর্মী ও অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে যাচ্ছে।

লঞ্চ ৩টি হলো, মৌচাক-৪, মহানগরী, নড়িয়া-১। মৌচাক-৪ লঞ্চটি ওয়াপদা লঞ্চঘাট থেকে ঢাকায় চলাচল করে। মহানগরী ও নড়িয়া-১ এই লঞ্চঘাট থেকে নারায়ণগঞ্জে চলাচল করে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর ঘাটের উপপরিচালক মাহমুদুল হোসাইন জানান, বিআইডব্লিউটিএর উদ্ধারকারী যান ‘প্রত্যয়’ নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছে। মাওয়া ও ঢাকা থেকে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল রওনা হয়েছে।নড়িয়ায় পন্টুন ছিঁড়ে ৩ লঞ্চডুবি : অনেকেই নিখোঁজ

এর আগে ওয়াপদা লঞ্চঘাটের ইজারাদার মোতাহার শিকারি জানান, ভোরের দিকে হঠাৎ করে ভাঙন ও স্রোতের টানে ঘাট থেকে পন্টুন বিচ্ছিন্ন হয়ে যায়। তখন পন্টুনের সঙ্গে ৫টি লঞ্চ নোঙর করা ছিল। তার মধ্যে ৩টি লঞ্চ স্রোতে ভেসে গিয়ে নদীতে ডুবে যেতে থাকে।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন বলেন, প্রচণ্ড বৃষ্টির কারণে ঘাটে লোকজন কম ছিল। হঠাৎ পন্টুনের রশি ছিঁড়ে গেলে নোঙর করে রাখা ৩টি লঞ্চ ডুবে যায়। এ সময় একজনকে উদ্ধার করা হলেও অনেকে নিখোঁজ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিখোঁজদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

এবিএন/কাজী নজরুল ইসলাম/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত