![শ্রীমঙ্গলে ট্রাক উল্টে মহাসড়কে ২ ঘন্টা যান চলাচল বন্ধ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/11/abnews-24.bb_99262.jpg)
শ্রীমঙ্গল, ১১ সেপ্টেম্বর, এবিনিউজ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মালবোঝাই ট্রাক উল্টে গেলে ঢাকা- সিলেট আঞ্চলিক জাতীয় মহাসড়ক প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল। এ সময় মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকাল ১০ টার দিকে শ্রীমঙ্গলের কাকিয়াবাজারে এ দুর্ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশের ইন্সপেকটার ( শহর ও যানবাহন) রুপন কুমার রায় জানান, আজ সকালে টাইলস বোঝাই একটি ট্রাক মৌলভীবাজারের দিকে যাবার পথে শ্রীমঙ্গলের কাকিয়াবাজারে পৌছলে ট্রাকটি মহাসড়কের উপর উল্টে যায়। ফলে ঢাকা- সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের লোকজন ঘটনাস্হলে পৌছে ক্রেনের সাহায্যে ট্রাকটি অপসারন করলে যান চলাচল স্বাভাবিক হয়।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা