বেরোবি (রংপুর), ১১ সেপ্টেম্বর, এবিনিউজ : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম 'রংপুর বিশ্ববিদ্যালয়' নামে প্রস্তাবিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামকরণ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। আজ সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন পার্কের মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রসায়ন বিভাগের শিক্ষার্থী নুর ইসলাম সংগ্রামের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রংপুর বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের অস্Íিত্ব। ২০০৮ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম ছিল রংপুর বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়কে অনেকে রংপুর বিশ্ববিদ্যালয় নামেই চেনে। তাই রংপুর বিশ্ববিদ্যালয় নামে বিশ্ববিদ্যালয় হলে বেরোবি অস্তিত্ব সংকটে পড়বে। সুতরাং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাড়ে নয় হাজার শিক্ষার্থীর তথা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হতে রংপুর বিশ্ববিদ্যালয় নামে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে দেয়া হবেনা।
এসময় দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আবারও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবেবলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে একাত্মা ঘোষণা করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পক্ষে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে ডানিয়েল বায়োজিদ, সাইদুল ইসলাম, পার্থ প্রামাণিক প্রমূখ বক্তব্য রাখেন।
এবিএন/তপন কুমার রায়/জসিম/তোহা