বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শ্রীমঙ্গলে 'এমওডিএমঅার' কর্মসুচি ও 'অাইইসি' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শ্রীমঙ্গলে 'এমওডিএমঅার' কর্মসুচি ও 'অাইইসি' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শ্রীমঙ্গলে 'এমওডিএমঅার' কর্মসুচি ও 'অাইইসি' বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

শ্রীমঙ্গল, ১১ সেপ্টেম্বর, এবিনিউজ : আজ সোমবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে 'এমওডিএমঅার' কর্মসুচির অপারেশনাল ম্যানুয়াল ও অাইইসি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপজেলা পর্যায়ের স্টেকহোল্ডার, শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, পিআইসি সদস্য, ট্যাগ অফিসার, ইউপি মেম্বার ও মহিলা মেম্বারগন উপস্হিত ছিলেন।

মাস্টার ট্রেইনার হিসেবে উপস্হিত ছিলেন ডিপিসি গ্রূপ অব কনসালটেন্ট এর মো: আবু জাফর খান, কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আছাদুজ্জামান।

দূর্যোগ ব্যবস্হাপনা অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন ইজিপিপি, কাবিখা, কাবিটা,টিআর,ভিজিএফ,ও জিআর ও সামাজিক নিরাপত্তা কর্মসুচি সংক্রান্ত বিষয়ে এসএনএসপি প্রকল্পের বিভিন্ন উপকরণ সম্পর্কে স্টেকহোল্ডারদের প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহি অফিসার মো: মোবাশশেরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী প্রমুখ।

এবিএন/কাজল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত