![রাজবাড়ীতে মিয়ানমারে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/11/rajbari_abnews_99304.jpg)
রাজবাড়ী, ১১ সেপ্টেম্বর, এবিনিউজ : মায়ানমারে মুসলমানদের উপর পাষবিক অত্যাচার, গণধর্ষণ ও নির্মমভাবে হত্যার প্রতিবাদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় ইসলামী আন্দোলন (চরমোনাই) বাংলাদেশে রাজবাড়ী জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে নির্যাতিত মায়ানমারদের জীবন রক্ষার জন্য বাংলাদেশর সীমান্ত খুলে দেবার স্লোগন দেওয়া হয়।
বিক্ষোভ শেষে সংগঠনটি কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখার সভাপতি আলহাজ্ব নুর মোহম্মদ, সাধারন সম্পাদক কবির হোসেন, ইসলামী যুব আন্দোলন কমিটির সভাপতি মুফতি সামছুল হুদা বক্তব্য রাখেন।
বক্তারা আগামী ১৩ তারিখে মায়ানমার দূতাবাসের ঘোরাও কর্মসূচী ঘোষণা করেন। এ সময় বক্তারা বলেন অথর্ব জাতিসংঘ থেকে ওআইসি কে বের হয়ে আসতে হবে। অন্যথায় ওআইসির সন্মান ক্ষুন্ন হবে।
এ সময় রোহিঙ্গাদের জন্য সাহায্য উত্তোলন করেন ইসলামী আন্দোলনের নেতারা।
এবিএন/রবিউল/জসিম/এমসি