![পাবনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/12/killed-by-gunshot-abn_99418.jpg)
পাবনা, ১২ সেপ্টেম্বর, এবিনিউজ : জেলার বেড়া উপজেলার আমিনপুরে মিরাজ হোসেন (১৮) নামে একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিরাজ উপজেলার আমিনপুর থানার ঢালারচর রামণারায়নপুর গ্রামের হাসমত মন্ডলের ছেলে।
আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম তাজুল হুদা জানান, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা মিরাজকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে।
তিনি আরও জানান, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা ও প্রাপ্ত তথ্য মতে, মিরাজ চরমপন্থি দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এলাকার আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
মূলত, আমিনপুর থানার ঢালারচর এলাকা চরমপন্থি অধ্যুষিত। ২০১০ সালের ২০ জুলাই রাতে ঢালারচরে গুলি করে তিন পুলিশকে হত্যা করেছিল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সন্ত্রাসীরা।
এবিএন/জনি/জসিম/জেডি