শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত, আহত স্ত্রী

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত, আহত স্ত্রী

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত, আহত স্ত্রী

বান্দরবান, ১২ সেপ্টেম্বর, এবিনিউজ : বান্দরবান সীমান্তের মিয়ানমার অংশে ফের স্থলমাইন বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। এ্ ঘটনায় তার স্ত্রীর একটি পা উড়ে গেছে। নিহতের নাম মোস্তাক আহম্মদ (৩৬)। আর তার স্ত্রীর নাম নুর আয়েশা (২২)।

জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার জামছড়ির গর্জনতলী সীমান্তে সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।ওই দম্পতি কাঁটাতারের বেড়া পার হতে গেলে স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এ নিয়ে গত এক সপ্তাহে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নারীসহ সাতজন নিহত ও তিনজন আহত হলেন।

বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল জানান, চার সদস্যের ওই পরিবারটি সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় স্থলমাইন বিস্ফোরণ হয়। এতে মোস্তাক আহম্মদ ঘটনাস্থলেই মারা যান। অন্য রোহিঙ্গা শরণার্থীরা লাশ উদ্ধার করে রাতেই গর্জনতলী সীমান্তে দাফন করেন। আর নুর আয়েশাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজিবি ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুল আজিমও খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতার ঘেষে স্থলমাইন ও বিস্ফোরক পুতে রেখেছে। মূলত নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ঠেকাতেই তারা এটি করেছে।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত