![ভারতের ‘ওয়ার্ল্ড এডু সামিটে’ ভাষণ দিলেন গ্রিন ভার্সিটির উপাচার্য](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/12/abnews-24.bbbbbbbb_99512.jpg)
ঢাকা, ১২ সেপ্টেম্বর, এবিনিউজ : ভারতের ব্যাঙ্গলোরে অনুষ্ঠিত আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ সপ্তম ওয়ার্ল্ড এডু সামিটে অংশ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেছেন গ্রিন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা: শিক্ষা’ শীর্ষক এ সামিটে ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের অন্তত দেড় শতাধিক স্কলার অংশগ্রহণ করেন। গত শনিবার অনুষ্ঠিত এ সামিটে অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সামিটে অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির তার মূল প্রবন্ধে টেকসই উন্নয়নের নানা দিক বিশেষত এসডিজি-৪ নিয়ে বিশদ বক্তৃতা দেন। তিনি বলেন, এসডিজি-৪ এর মূল লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক এবং মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা। যা বাস্তবায়নে ই-নাইন ফোরামের সদস্য রাষ্ট্রসমূহের পাশাপাশি বিশ্বের সবাইকে একযোগে কাজ করতে হবে। ড. গোলাম সামদানীর এ বক্তৃতা আয়োজক ও শ্রোতাদের দ্বারা ব্যাপক প্রশংসিত হয়। সামিটে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল: এডুকেশন’, ‘ইনক্লুসিভ কোয়ালিটি এডুকেশন এ্যান্ড লাইফ লং লার্নিং, এবং ‘এডুকেশন ইন প্রভার্টি এলেভিয়েশন এ্যান্ড গ্লোবাল পিস’ শীর্ষক তিনটি সেশন অনুষ্ঠিত হয়। প্রত্যেকটি সেশন পরিচালনার পর প্রশ্ন ও উত্তরের মাধ্যমে বিভিন্ন বিষয় উঠে আসে।
এবিএন/মতিউর তানিফ/জসিম/তোহা