![মেলান্দহে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/12/jamalpur_abnews24 copy_99530.jpg)
জামালপুর, ১২ সেপ্টেম্বর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে শিক্ষার মানোন্নয়নের জন্য প্রাথমিক বিদ্যালয়ের সাথে সমাজ সম্পৃক্তকরণ শীর্ষক মতবিনিময় সভা আজ বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। উপজেলা রিসোর্স সেন্টার এর আয়োজন করে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টও হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আ: রাজ্জাক, এটিও জুলফিকার আলী, আয়ুব আলী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল, ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, উত্তর মেলান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তানিয়া ইসলাম, পূর্ববাঘাডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুরবান আলী, এসএমসি সদস্য শাহীন, পিটিএ সদস্য কাজল রেখা প্রমুখ। সভায় ৩০টি স্কুলের শিক্ষক-এসএমসি-পিটিএ সদস্যসহ সূধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার মানোন্নয়নে সমাজ সম্পৃক্তের উপর গুরুত্বারোপ করা হয়।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা