![ইসলামপুরে ফলদ বৃক্ষমেলা উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/12/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_99532.jpg)
জামালপুর, ১২ সেপ্টেম্বর, এবিনিউজ : জামালপুরের ইসলামপুরে তিনদিনের বৃক্ষ মেলা আজ ১২ সেপ্টেম্বর শুরু হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। আজ মঙ্গলবার সকালে ইসলামপুর উপজেলা কৃষি অফিস চত্বরে মেলাটি উদ্বোধন করেন জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম এহসানুল মামুনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালপুরেরর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) আবু হানিফা,ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, আওয়ামীলীগ নেতা ও অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস ও উপজেলা কৃষি অফিসার মতিয়ার রহমান প্রমূখ। বৃক্ষ মেলাটি ১২-১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন দেশীয় প্রজাতির গাছ অর্ধেক মূলে পাওয়া যাবে।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা