গঙ্গাচড়া (রংপুর), ১২ সেপ্টেম্বর, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ায় পানিতে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বেতগাড়ী বাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বিল ইউনিয়নের পাকুড়িয়া শরীফ বসুনিয়া পাড়ার আতিয়ার রহমানের ছেলে মজিবুল হক (৩২) মৃগী রোগে আক্রান্ত ছিল। সে অধিকাংশ সময় ভালো থাকলেও মাঝে মধ্যে ভারসাম্যহীন হয়ে পড়ে।
গতকাল সকালে পার্শ্ববর্তী পাগলাপীর বাজার যাওয়ার উদেশ্যে বাড়ি হতে বের হলে বেতগাড়ী বাজার পাড় হলেই তার মৃগী রোগ বেড়ে যায় এবং রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়।
এবিএন/এস এম স্বপন/জসিম/এমসি