![তারাগঞ্জে ইভটিজিং করায় কিশোরীর পরিবার দিশেহাড়া!](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/12/rongpur_abnews24 copy_99572.jpg)
তারাগঞ্জ (রংপুর), ১২ সেপ্টেম্বর, এবিনিউজ : রংপুরের তারাগঞ্জ উপজেলায় কিশোরীকে ইভটিজিং এর প্রতিবাদ করায় কিশোরীর পরিবার দিশেহাড়া হয়ে পড়েছে বলে কৌতুহলের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর তেলী পাড়া গ্রামের সাজু মিয়ার বখাটে ছেলে আকাশ রহমান (১৮) একই গ্রামের ষষ্ঠ শ্রেণির কিশোরীকে দীর্ঘদিন ধরে ইভটিজিং করে আসছে।
এ বিষয়ে একাধিক বার আকাশের পরিবারকে কিশোরীর পরিবার অভিযোগ করলেও কোন সমঝোতা হয়নি। গ্রাম্য শালিসে গত আগষ্ট মাসে শেষ সপ্তাহে কুর্শা ইউপি সদস্য সহ এলাকার মুরব্বিগণ বখাটে আকাশ ও তার পরিবারকে প্রথম বারের মত ক্ষমা করে দেয়।
পরবর্তীতে ঐ ঘটনার সূত্র পাতে কোন ক্রমে যেন না জরায় শালিসে
একথা বলে সতর্ক করে দেয়। সমাজে বেহায়াপনা নেশা খোরদের লজ্জাবোধ বলতে কিছু নেই। কিন্তু গ্রাম্য শালিসে বখাটে আকাশ ও তার পরিবারকে সতর্ক করে দিলেও তা কোন ফল হয় নাই।
গত রবিবার সকাল ১১টায় আবারও আকাশ ঐ কিশোরীকে ইভটিজিং করে। আকাশ এসিড নিক্ষেপসহ নানা ভয়ভীতি দিয়ে আসছে ঐ কিশোরীকে। কিশোরীর পরিবার দিশেহাড়া হয়ে পড়েছে। এলাকাবাসী ও স্থানীয় প্রসাশনের কাছে কিশোরী ও কিশোরীর পরিবার বিচার প্রার্থনা করছে।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এমসি