![ঝালকাঠির ‘জনসমাগম’ স্থানে পুলিশের তথ্য/অভিযোগ বক্স স্থাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/13/jhalkathi-police@abnews_99622.jpg)
ঝালকাঠি, ১৩ সেপ্টেম্বর, এবিনিউজ : বরিশাল বিভাগীয় ডিআইজি মো. শফিকুল ইসলামের নির্দেশনায় ঝালকাঠি পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ‘জনসমাগম’ স্থানে পুলিশের তথ্য/অভিযোগ বক্স স্থাপনের উদ্বোধন করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) মো.জোবায়েদুর রহমান।
মঙ্গলবার বিকালে শহরের শহরের প্রতিটি ওয়ার্ডে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ‘জনসমাগম’ স্থানে জেলা পুলিশের তথ্য/অভিযোগ বক্স স্থাপনের উদ্বোধন করা হয়।
এসময় ঝালকাঠি পুলিশ সুপার মো.জোবায়েদুর রহমান বলেনজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, জনসাধারণের সেবা সহজতর করতে এ উদ্যোগ নেয়া হয়েছে । ডিআইজি মহোদয়ের নির্দেশনায় আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি। শহরের ৯ টি জনগুরুত্বপূর্ণ স্থানে বক্স বসানো হয়েছে বলে জানান । এ অভিযোগ বক্স জেলার নলছিটি পৌর শহর এলাকায়ও স্থাপন করা হয়েছে।
তিনি আরো বলেন, কোন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হয়রানির উদ্দেশে অভিযোগ না দেয়ার আহবান জানিয়ে বলেন, অভিযোগ হতে হবে সত্য, বস্তুনিষ্ঠ, সুর্নিদৃষ্ট অভিযোগে অভিযোগকারীর পরিচয়সহ। অথবা গোপনীয় সংবাদের ক্ষেত্রে তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। প্রতিদিন ওই তথ্য/অভিযোগ বক্স খুলে অভিযোগ গুলো সংগ্রহ করার জন্য প্রতিটি ওয়ার্ডে একজন করে পুলিশ অফিসারকে দায়ীত্ব দেওয়া হয়েছে এবং একটি করে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে।
তথ্য/অভিযোগ বক্স উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপর মো:জাহাঙ্গীর আলম, এমএম মাহমুদ হাসান (পিপিএম-সেবা), জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর