শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ঝালকাঠিতে শিশুদের পড়া উৎসব অনুষ্ঠিত

ঝালকাঠিতে শিশুদের পড়া উৎসব অনুষ্ঠিত

ঝালকাঠি, ১৩ সেপ্টেম্বর, এবিনিউজ : শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষে ঝালকাঠির জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে মঙ্গলবার শিশুদের ‘পড়া উৎসব প্রতিযোগিতা’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় কোডেক এর ‘রিড প্রকল্প’ ও জেলা সরকারি গণগ্রন্থাগার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ৭টি স্কুল থেকে ৫৪ জন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। ৯টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ২৭ শিক্ষার্থীকে বিশেষ পুরস্কারসহ অংশগ্রহণকারী সবাইকে পুরস্কার দেয়া হয়। জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্বে অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক কবি নারায়ণ চন্দ্র সাহারায় ও সূর্যালোক নিউজ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন। প্রতিযোগিতা পরিচালনা করেন কোডেকের টেকনিক্যাল অফিসার ফেরদৌস জাহান নাজনীন, ক্লাসসরুম সহায়ক সঞ্জিব দত্ত, মোশারেফ হোসেন ও নিসাত আফরীন। বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত