
আগৈলঝাড়া (বরিশাল) , ১৩ সেপ্টেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ- আগৈলঝাড়া এডিপি’র ৩৪ বছরের কর্মকান্ডের সফল পরিসমাপ্তি উপলক্ষে ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠান’ উদযাপিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার নাঘিরপাড় ব্যাপ্টিস্ট মিশন প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশনের সিনিয়র ডিরেক্টর অব অপারেশন মি. জেরেড ব্যারেন্ডস, রিজিওনাল ফিল্ড ডিরেক্টর বুলি হাগিদক, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, এডিপি ম্যানেজার বেকী ত্রিপুরা, কারিতাস-বাংলাদেশ বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাবেক স্পন্সর ছাত্রী দীপিকা হালদার প্রমুখ। অনুষ্ঠানে আগৈলঝাড়ায় ৩৪ বছরে ওয়ার্ল্ডভিশনের শিক্ষা, স্বাস্থ্য,সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন ও জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সেবামূলক বিভিন্ন বাস্তবায়িত কর্মসূচীর বিভিন্ন দিক সম্পর্কে বক্তারা আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রতœপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অমিয় লাল চৌধুরী, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমণীকান্ত সরকার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি অপূর্ব লাল সরকার, এনজিও সমন্বয় পরিষদ নেতা ভিভিয়ান কল্যাণ সরকার, কাজল দাশগুপ্তসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এবিএন/ অপূর্ব লাল সরকার/জসিম/নির্ঝর