সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

নোয়াখালীতে ২ বাসের সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীতে ২ বাসের সংঘর্ষে নিহত ৩

নোয়াখালী, ১৪ সেপ্টেম্বর, এবিনিউজ :নোয়াখালীর সেনবাগে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার তিন পুকুরিয়া এলাকায় নোয়াখালী-ফেনী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেরি পুলিশ।

আহতদের সেনবাগ ও দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বলেন, ‘সকালে সেনবাগ থেকে চট্টগ্রামগামী রূপসী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত