![মাদারীপুর থেকে আন্তর্জাতিক মানবপাচারকারীর সদস্য গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/14/sumon_abnews_99815.jpg)
মাদারীপুর, ১৪ সেপ্টেম্বর, এবিনিউজ : র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প গোপন সংবাদের ভিক্তিতে গত বুদবার অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী এক সক্রীয় সদস্য মো. সুমন ছৈয়াল (৩১)কে ২৯টি মোবাইল ফোন, ট্যাপ, বিভিন্ন অপেরটেরের ৫৯টি সিম কার্ড ও নগদ ১৮ লক্ষ টাকাসহ শয়িতরপুর জেলার নড়িয়া থেকে গ্রেফতার করা হয়।
মাদারীপুর র্যাব ৮ এর কোম্পানী কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামন জানান, দীর্ঘদিন যাবৎ একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র লিবিয়া, ইটালী, স্পেন ও গ্রীসসহ ইউরোপের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকুরীর লোভ দেখিয়ে মানব পাচার করে আসছে।
উক্ত চক্রের সদস্যরা বাংলাদেশ, লিবিয়া ও ইটালীতে সমভাবে সক্রিয় এবং এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্মমধ্যবিত্ত পরিববারের উঠতি বয়সের বেকার যুবকগন। এই চক্রটি প্রাথমিকভাবে লিবিয়া পাচার করে অথবা পূর্ব হতেই লিবিয়া অবস্থানরত ব্যাক্তিরদের কৌশলে লিবিয়া জিম্মি করে তাদের বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং উক্ত জিম্মিদের নিকটাত্মীয়দের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে এবং আদায় করে। ক্ষেত্র বিশেষ জিম্মি প্রতি ৫ থেকে ১০ লক্ষ টাকা আদায় করে।
তাই গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার শরিয়তপুরের নড়িয়া থানার বাংলাবাজার থেকে সুমন স্টোর থেকে লোনসিং গ্রামের মো. আব্দুল হামিদ ছৈয়ালের ছেলে মানবপাচারকারীর সক্রীয় সদস্য মো. সুমন ছৈয়ালকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে বিদেশী ইউরো, দেশীও প্রায় ১৮ লক্ষ টাকা ও টাকা পাচার করার ২৯টি মোবাইল, ট্যাপ ও ৫৯টি সিম কার্ড জদ্ব করা হয়।
এবিএন/সাব্বির হোসাইন আজিজ/জসিম/এমসি