বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল), ১৪ সেপ্টেম্বর, এবিনিউজ : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপ আনুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের আওতায় আগৈলঝাড়ায় মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মৌলিক স্বাক্ষরতা প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ব্রেভ’র পরিচালক এমএম আনোয়ার উল্লাহর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশ্রাফ আহম্মেদ রাসেল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বরিশাল এর সহকারী পরিচালক জান-ই-আলম, সংস্থার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা প্রোগ্রাম অফিসার অনামিকা বণিক শুভ্রা।

সভায় বক্তারা জানান, বরিশাল জেলার আগৈলঝাড়ায় ও গৌরনদীসহ দেশের ১৪টি জেলায় সরকারের মৌলিক স্বাক্ষরতা প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এ লক্ষে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে উল্লেখিত দুই উপজেলার ১৫ থকে ৪৫ বছরের নিরক্ষর নারী ও পুরুষ তথ্য সংগ্রহ করে বয়স্ক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে তাদের অক্ষর জ্ঞানসম্পন্ন করা হবে।

সভায় তথ্য সংগ্রহকারীদের তথ্য সরবরাহের বিভিন্ন দিক ও প্রকল্পের বিস্তারিত কার্যক্রম তুলে ধরা হয়।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত