বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সোনাগাজীতে হেলমেট ছাড়া বাইক না চালানোর শপথ করালেন পুলিশ

সোনাগাজীতে হেলমেট ছাড়া বাইক না চালানোর শপথ করালেন পুলিশ

সোনাগাজীতে হেলমেট ছাড়া বাইক না চালানোর শপথ করালেন পুলিশ

সোনাগাজী, ১৪ সেপ্টেম্বর, এবিনিউজ : সোনাগাজীতে হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে ১৮ চালক কে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাদের সোনাগাজী মডেল থানা পুলিশ পৌরসভার বিভিন্ন স্থান থেকে আটক করে। আটকদের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তাও রয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউচার জানিয়েছেন, গত এক মাসে সোনাগাজীতে হেলমেট ছাড়া মোটর বাইক চালানোর সময় দুর্ঘটনায় চার জন চালক মর্মান্তিকভাবে নিহত হয়। দুর্ঘটনা রোধে ১১ সেপ্টেম্বর উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় হেলমেট বিহীন মোটর বাইক চালকদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।

সেই সিদ্ধান্তের আলোকে পুলিশ তাদের আটক করে। তিনি আরও জানান, মোটর সাইকেল চালকেরা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করলে সোনাগাজী মডেল থানা তাদের শপথ করিয়ে প্রথম বারের মতো ছেড়ে দেয়।

চালকদের হেলমেট ছাড়া মোটর বাইক না চালানোর শপথ বাক্য পাঠ করায় মডেল থানার ওসি তদন্ত হারুনুর রশিদ।এসময় উপস্থিত ছিলেন ওসি হুমায়ুন কবির।

এবিএন/আবুল হোসেন রিপন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত