শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি

পাটুরিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক গাড়ি

মানিকগঞ্জ, ১৫ সেপ্টেম্বর, এবিনিউজ : রাজধানীর সাথে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ টি জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের মানিকগঞ্জ অংশে শিবালয়ের পাটুরিয়া ঘাটে আজ শুক্রবার সকাল থেকে ফেরি পারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকরা দুর্ভোগে পড়েছে। তবে সবচেয়ে বেশি দুভোগে পরেছে পন্যবাহী ট্রাক গুলো। মাওয়া ফেরিঘাটে যানবাহন পারাপার বিঘ্নিত হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় যানবাহনের চাপ বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে এমন ভোগন্তির কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন পণ্যবাহী ট্রাক চালক ও শ্রমিকেরা।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ট্রাক টার্মিনাল কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় ঘাটের উভয় মহাসড়কের বিভিন্ন স্থানে আটকে দেওয়া হচ্ছে পণ্যবাহী ট্রাক। মহাসড়কের যত্রতত্র পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে দেওয়ার কারণে বিপাকে পড়ছেন ট্রাক চালকেরা। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী পরিবহনের চাপ কিছুটা কম থাকলেও বেশ চাপ রয়েছে পণ্যবাহী ট্রাকের। বিআইডব্লিউটিসি’র আরিচা ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানায়, আজ শুক্রবার সকালে হঠাৎ করেই চাপ বেড়ে যায়। শুক্রবার দুপুর পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় পারের জন্য ৫শতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানগুলো আগে পার করা হচ্ছে। এই রুটে বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

এবিএন/সোহেল রানা খান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত