![রোহিঙ্গা ইস্যুতে মেলান্দহে ইত্তেফাকুল ওলামার বিক্ষোভ সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/15/abnews-24.bbbbbbbb_100014.jpg)
জামালপুর, ১৫ সেপ্টেম্বর, এবিনিউজ : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম হত্যা-নির্যাতন ও বিতাড়নের প্রতিবাদে জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ ১৫ সেপ্টেম্বর বাদ জুমা ইত্তেফাকুল ওলামা এর আয়োজন করে। বাইতুন্নুর জামে মসজিদ গেট থেকে মিছিলটি বের হয়ে মেলান্দহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর মাহমুদপুর রোডের চৌরাস্তা মুকুল প্লাজার সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন- ইত্তেফাকুল ওলামা জামালপুর জেলা সভাপতি আলহাজ মুফতী শামসুদ্দিন, মেলান্দহ উপজেলা সভাপতি আলহাজ মাও. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাও. আজিম উদ্দিন, বাইতুন্নুর জামে মসজিদের খতিব মাও. আব্দুল হাই ও সাংবাদিক-মানবাধিকার কর্মী মো. শাহ ্জামাল প্রমুখ।
এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা