বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র নাগের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
মুজিব বাহিনী প্রধানসহ

আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র নাগের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র নাগের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

আগৈলঝাড়া (বরিশাল), ১৫ সেপ্টেম্বর, এবিনিউজ : আগৈলঝাড়ার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি অতুল চন্দ্র নাগ (৮২) আর নেই। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি গোপালগঞ্জের বানিয়াচর মন্দিরের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠান চলাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

শুক্রবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর দক্ষিণাঞ্চলীয় প্রধান, সাবেক চিফ হুইপ আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর বিক্রম, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, গৈলা ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন, উপজেলা কমান্ডের মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ অতুল চন্দ্র নাগের মরদেহে শ্রদ্ধা নিবেদন করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। পরে তাদের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে উপজেলার গৈলা ইউনিয়নের দাসপট্টি গ্রামের পারিবারিক শ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত