রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • বান্দরবানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

বান্দরবানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

বান্দরবানে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

বান্দরবান, ১৫ সেপ্টেম্বর, এবিনিউজ : শহরের পুরাতন রাজবাড়ি সংলগ্ন একটি পুরাতন ভবন ভাঙ্গার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই এক রোহিঙ্গ্যা শ্রমিকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় অন্যজন বান্দরবান সদর হাসপাতালে মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে। নিহত শ্রমিকের নাম আবুল বশর (২৫)। সে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। কয়েক বছর আগে জীবীকার সন্ধানে সে বান্দরবান চলে আসে। আজ শুক্রবার ১৫ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে ‘হোটেল প্রু আবাসিকা’ ভবন ভাঙ্গার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, প্রয়াত ১৫ তম বোমাং রাজা অং শৈ প্রুর মালিকানাধীন ‘হোটেল প্রু আবাসিকা’ ভবনটি ভূমিসহ সম্প্রতি বিক্রি করে দেয়া হয়। ক্রয়কৃত ভূমির উপর নতুন বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে নতুন মালিক গত সপ্তাহ থেকে পুরাতন ‘হোটেল প্রু আবাসিকা’ ভবন ভেঙ্গে ফেলার কাজ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই ভবনেই একটি দেয়াল ভাঙ্গার সময় একটি রড পাশের ১১ হাজার ভোল্টের বিদ্যুত লাইনের সাথে লেগে গেলে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত