শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

নোয়াখালীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

নোয়াখালীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

নোয়াখালী, ১৪ সেপ্টেম্বর, এবিনিউজ: নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন থেকে নূর জাহান বেগম নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ১১টার দিকে ২নং ওয়ার্ড ইয়ারপুর গ্রামের খোরশেদ মাস্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নূরজাহান বেগম ওই বাড়ির সিদ্দিক উল্যার স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে নূর জাহান বেগমকে ঘুম থেকে উঠতে না দেখে বাড়ির লোকজন তার ঘরে যায়। এ সময় কক্ষের বিছানার মধ্যে নূর জাহানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা বিষয়টি থানায় অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ ও ঘটনাস্থল থেকে একটি দা’ উদ্ধার করে।

সূত্র আরও জানায়, নিহতের দুই ছেলে ওমান থাকে। গত কয়েকদিন আগে নূর জাহানের কাছে সাত বছরের একটি মেয়ে রেখে তার ওই দুই ছেলের বৌ চট্টগ্রাম বেড়াতে যায়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিনিউজ/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত