![সাভারে বাসচাপায় যুবদল নেতা নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/15/road-accident_abnews24_99949.jpg)
সাভার, ১৪ সেপ্টেম্বর, এবিনিউজ: সাভারে যাত্রীবাহী বাসচাপায় তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি লালন হাওলাদার রাজন (৩০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সহ-সম্পাদক হাসান মিয়া (২৮)। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। লালন হাওলাদার রাজন হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার ওলিউল্লাহ হাওলাদারের ছেলে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, রাতে রাজন ও হাসান জোরপুল এলাকায় লালন সিএনজি পাম্প থেকে মোটরসাইকেলে তেল নেন। এরপর জোরপুল দিয়ে ইউর্টান নেওয়ার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।
এ সময় তারা উভয়েই গুরুতর আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষণা করেন।
এবিনিউজ/মমিন/জসিম