![ঝালকাঠিতে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ১৫](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/15/dan-pic@abnews_99952.jpg)
ঝালকাঠি, ১৫ সেপ্টেম্বর, এবিনিউজ : পোনাবালিয়ায় ইউনিয়নে পূর্ববিরোধীয় দুটি পক্ষের মধ্যে ধান কাটাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ আহত হওয়ার ঘটনায় ঝালকাঠি থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে দুপক্ষে দীর্গদিন ধরে আদালতে একাধিক মোকদ্দমা বিচারাধীন থাকা অবস্থায় একপক্ষ ধান কাটতে গেলে অপরপক্ষ এ হামলা চালায় বলে জানাগেছে। বুধবার সকালে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের মদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মহাদিপুর গ্রামের কামাল হাওলাদার (৩৫), মনোয়ারা বেগম (৪৫), মো. মোস্তাক খান (৩০), আব্দুল মন্নান খান (৫৫), আসলাম খান (২২), তসলিমা বেগম (৩২) ও আব্দুল খালেক (৬২)। এছাড়াও অন্য পক্ষের রাজিব হাওলাদার (২৪), রানা হাওলাদার (২২), সাজু হাওলাদার (৪০), রাজিব হাওলাদার (১৭), নুরী বেগম (৫০), শাহীনুর বেগম (৪০), খাদিজা বেগম (৩৫) ও রোকেয়া বেগম (৩৪)। দুগ্রুপের অন্তত ১৫ জন ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে।
ঝালকাঠি সদর থানার পুলিশ পরিদর্শক তাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বিষয়টি জেনেছি ও লিখিত অভিযোগও পেয়েছি। আমরা এ ব্যপারে তদন্ত করে ব্যাবস্থা নেবো।
এবিএন/আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর