![পর্যটনশিল্পের বিকাশে সিলেট-ঢাকা রেলরুটে 'পর্যটন ট্রেন' চালু জরুরী](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/15/srimangol_abnews_99960.jpg)
শ্রীমঙ্গল, ১৫ সেপ্টেম্বর, এবিনিউজ : বৃহত্তর সিলেটের পর্যটনশিল্পের পরিপূর্ণ বিকাশে ঢাকা-সিলেট রেলরুটে একটি আন্ত:নগর 'পর্যটন ট্রেন' চালু জরুরী হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সুত্রগুলো বলছে, বৃহত্তর সিলেট অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোতে দিন দিন পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। ফলে বৃহত্তর সিলেটের স্টেশনগুলোতে ট্রেনের টিকেটের চরম সংকট লেগে রয়েছে। চাহিদার তুলনায় আসনসংখ্যা কম হওয়ায় পর্যটকরা টিকেট পাচ্ছেন না। বৃহত্তর সিলেটের শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও সিলেট স্টেশনে আসনসংখ্যার চাইতে যাত্রী অনেক বেশী হওয়ায় টিকেটের চরম সংকট বিরাজ করছে।
এছাড়াও প্রতিদিন পর্যটকতো রয়েছেই। ফলে টিকেট না পেয়ে অনেকে পরিবার-পরিজন নিয়ে দূর্ভোগে পড়েন। কেউ কেউ আসনবিহীন টিকেট নিয়ে ট্রেন ভ্রমন করতে বাধ্য হন।
সুত্রমতে আরও জানাযায়, দেশের অন্যতম পর্যটন এলাকা শ্রীমঙ্গলে দিন দিন দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বেড়ে চলেছে। এছাড়াও সিলেটের জাফলং, রাতারগুল, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, মৌলভীবাজারের লাউয়াছড়া, মাধবকুণ্ড ও হামহাম জলপ্রপাতের আকর্ষনে প্রচুর পর্যটক প্রতিদিন এসব স্হানে ভিড় করছেন।
অপরদিকে হবিগঞ্জেরর সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা-কালেঙ্গা বন্যপ্রানী অভয়ারণ্যে ভ্রমনপিপাসু মানুষের ভিড় বাড়ছে। এছাড়াও বৃহত্তর সিলেটের আরো অসংখ্য পর্যটন স্পটেও দর্শনার্থীদের আগমন উল্লেখযোগ্য।
অধ্যাপক অবিনাশ আচার্য বলেন, বৃহত্তর সিলেটের সাথে রেল ও সড়কপথে সারাদেশের যোগাযোগ রয়েছে। তবে পর্যটকরা পরিবার-পরিজন নিয়ে নিরাপদ, আনন্দদায়ক ও আরামদায়ক ভ্রমনের জন্য ট্রেনকে বেশী পছন্দ করেন। কিন্তুু চাহিদার তুলানায় আসন কম হওয়ায় অনেকে আনন্দভ্রমন থেকে বঞ্চিত হন। এসব কারনে এ অঞ্চলে পর্যটন শিল্পের পরিপূর্ণ বিকাশ ঘটছে না। তাই সিলেট- ঢাকা রেলরুটে নতুন আরেকটি বিলাশবহুল ট্রেন চালু অত্যাবশ্যক হয়ে পড়েছে।
গত ১২ সেপ্টেম্বর শ্রীমঙ্গলের টি হ্যাভেন রিসোর্টে শ্রীমঙ্গলের পর্যটন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রিসোর্ট- কটেজের প্রতিনিধি, ইকো ট্যুর গাইড ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্তিত ছিলেন। সভায় শ্রীমঙ্গলের পর্যটনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রতিনিধিরা নিজ নিজ মতামত প্রকাশ করেন।
সভায় প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলাম সিলেট রুটে একটি নতুন ট্রেন চালুর বিষয়টির ওপর গুরুত্তারোপ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন বলে জানান।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/এমসি