![প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে যাচ্ছেন মানিকগঞ্জের টিটো](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/16/titu_abnews_100097.jpg)
মানিকগঞ্জ, ১৬ সেপ্টেম্বর, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন মানিকগঞ্জের তোসাদ্দেক হোসেন খান টিটো।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগদানের জন্য আজ শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শনিবার অপরাহ্নে ইত্তিহাদের একটি ফ্লাইটে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
আজ রবিবার সকালে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে আবুধাবি ছেড়ে যাবেন। আগামীকাল রবিবার অপরাহ্নে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র পৌঁছালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন তাঁকে অভ্যর্থনা জানাবেন। এই সফরের সময় প্রধানমন্ত্রী নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াত-এ অবস্থান করবেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ সেপ্টেম্বর অপরাহ্নে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এবং একই দিন তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতরেসের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন।
তোসাদ্দেক হোসেন খান টিটো এফবিসিসিআইয়ের ৩ বারের নিবাচিত পরিচালক এবং মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি আহবাব গ্রুপের চেয়ারম্যান। তিনি ইতিপূর্বেও কয়েকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে বিদেশ সফর করেছেন।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি