![আগৈলঝাড়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/16/abnews-24.bbbbb_100155.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ১৬ সেপ্টেম্বর, এবিনিউজ : শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক-শিক্ষকদের করণীয় বিষয় ও দায়িত্ব-কর্তব্য নিয়ে বরিশালের আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী প্রাচীণ বিদ্যাপীঠ গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মোল্লা, মাধমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমন।
বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, সাবেক প্রধান শিক্ষক মো. শাহে আলম, বর্তমান প্রধান শিক্ষক মো. জহিরুল হক, অব: শিক্ষক কবি আ. মান্নান, শিক্ষক জামাল হোসেন মুন্সী, লিওনী শিখা রানী, ইউপি সদস্যা পবিত্র রানী বাড়ৈ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মো. আব্দুল্লাহ লিটন, অভিভাবক সুনীল দাস, সেলিম তালুকদার, খলিল মোল্লা প্রমুখ। সমাবেশে সকল অভিভাবকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি, শিক্ষা কর্মকর্তা শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের কাছে তাদের সন্তানদের নিয়মিত লেখাপড়া ও বিদ্যালয়ে আগমণ নিশ্চিতকরণ, মাদক, বাল্যবিয়ে ও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা সম্পর্কে প্রতিশ্রুতি দেন।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা