শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে অস্ত্র তল্লাশির নামে দুর্ধর্ষ ডাকাতি

আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে অস্ত্র তল্লাশির নামে দুর্ধর্ষ ডাকাতি

আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে অস্ত্র তল্লাশির নামে দুর্ধর্ষ ডাকাতি

আগৈলঝাড়া (বরিশাল), ১৬ সেপ্টেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে অস্ত্র তল্লাশির নামে গ্রিল ভেঙ্গে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শিহিপাশা গ্রামের ঠিকাদার ও নির্মাণ সামগ্রী সরবরাহকারী নুরুল ইসলাম সরদারের বাড়িতে শুক্রবার গভীর রাতে ভবনের জানালার গ্রিল ভেঙে ৫-৬ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে ঢুকে পুলিশ পরিচয়ে ঘরে অস্ত্র আছে বলে ঘর তল্লাশি করা হবে জানায়। এসময় ঘরের গৃহকর্তা নুরুল ইসলাম, ছেলে সমর সরদার, মেয়ে নুর ও স্ত্রী হাফিজা বেগমকে একটি রুমে আটক রাখে।

পরে গৃহকর্তা নুরুল ইসলামের চোখ অপারেশন হওয়ায় দুর্বৃত্তদের অনুরোধ করলে ডাকাতরা তার চোখ না বেঁধে ছেলের চোখ ও হাত বেঁধে রাখে। পুলিশ পরিচয় দিলেও ডাকাতরা সবাই হাফপ্যান্ট, গেঞ্জি ও মুখোশ পরা ছিল। ডাকাত দল ঘরের স্টীলের আলমিরা ভেঙে নগদ ৪০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতদল যাওয়ার সময় গৃহকর্তার ছেলে সমর সরদারকে মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। খবর পেয়ে গতকাল শনিবার সকালে এসআই মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন। গত এক সপ্তাহ আগে গৈলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন অরুণ দাস ও দক্ষিণ শিহিপাশা গ্রামের সেলিম হাওলাদারের ঘরে সিঁধ কেটে চোরেরা ঘরে ঢুকে নগদ অর্থ, মোইল ফোনসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।

এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত