বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ঝালকাঠি পৌরসভার সড়ক উন্নয়ন ব্যাহত করতে নানামুখী অপতৎপরতা
যতো প্রচেষ্টাই করুক কোন ষড়যন্ত্রই সফল হবেনা

ঝালকাঠি পৌরসভার সড়ক উন্নয়ন ব্যাহত করতে নানামুখী অপতৎপরতা

ঝালকাঠি পৌরসভার সড়ক উন্নয়ন ব্যাহত করতে নানামুখী অপতৎপরতা

ঝালকাঠি, ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : ঝালকাঠি পৌরশহরের রাস্থাঘাট নতুন করে টেকসই ভাবে নির্মানের কাজ শূরু হলে দূর্নীতিবাজ একটি কুচক্রি মহল নানা অপতৎপরতা ও ষড়যন্ত্রের মাধ্যমে বাধাগ্রস্থ করার প্রচেষ্টায় মেতে উঠেছে। ইতিপূর্বে বর্তমান শিল্পমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় ‘মাঝারি শহর প্রকল্পের আওতায়’ বেশ কিছূ রাস্তাঘাট নির্মান করলেও দূর্নীতিবাজ সাবেক মেয়রের টেন্ডারবাজী, নিন্মমানের মালামাল দিয়ে দায়সারা রাস্তা নির্মান করে কোটি কোটি টাকা লুটপাট করায় মাত্র দু’বছরের মধ্যে সকল রাস্তা খানাখন্দক ও ব্যবহারের অনুপোযুগী হয়ে জনদূর্ভোগ সৃস্টি হয়েছে। যার প্রেক্ষিতে বর্তমান মেয়র নতুন করে শহরের গুরুত্বপূর্ন ৫টি সড়ক নির্মান টেন্ডার করার পর ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করতেই পরাজিত উক্ত দূর্নীতিবাজ চক্রটি সেই উন্নয়ন কর্মকান্ড ব্যহত করতে মড়িয়া হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পৌরসভা প্রকৌশল বিভাগ ও ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্র জানায়, সম্প্রতি ঝালকাঠি পৌরসভায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে এক প্যাকেজে ৫টি প্রধান সড়ক নির্মানের টেন্ডার আহবান করা হলে ইসলাম ব্রাদার্স নামে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজের দায়িত্ব পায়। সে অনুযায়ী গত জুলাই মাসে সাধনার মোড় থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ হয়ে গুরুধাম পোল পর্যন্ত কাজ শুরু হয়। ‘উন্নত মানের রড,সিমেন্ট ও পাথর দিয়ে আরসিসি ঢালাই দিয়ে এ সড়ক নির্মান কাজ করায় গুনগত মান দেখে সর্বস্থরের পৌরবাসী মেয়র আলহাজ্ব লিয়াকত আলী তালুকদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যাপক সুনাম ও প্রশংসা করেন। পক্ষান্তরে বিগত দিনে উন্নয়নের নামে সাবেক মেয়র ও তার সহযোগীদের নিন্মমানের কাজ করে কোটি কোটি টাকা লুটপাট ও আঙ্গুল ফুলে কলা গাছে পরিনতন হওয়া বিষয়টি জনসমক্ষে প্রমানিত হয়ে যায়।

অকিবহল সূত্রটি আরো জানায়, কুচক্রি মহলটির প্রধান সাবেক দূর্নীতিবাজ মেয়রের ইন্ধনে তার ফুপাতো ভাই (জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতা) বিএনপি নেতা বাবুল হাওলাদার ওরফে ‘মদেল বাবুল’ টেন্ডারে অনিয়মের দাবী তুলে সাংবাদিকদের কাছে অভিযোগ প্রদান করে। এক পর্যায়ে তারা নির্মানাধীন কাজে রডের বদলে বাশের কঞ্চি ব্যবহারের ভূয়া অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জেলা প্রশাসনের কাছে অভিযোগ করে। তাতেও সুবিধা করতে না পেরে তারা মহামান্য হাইকোর্টে এক রীট পিটিশন দায়ের করে উন্নয়ন ব্যাহত করার চেষ্টা চালায়। এতোসব প্রচেষ্টায় ব্যর্থ হয়ে দূর্নীতিবাজ চক্ররা বর্তমানে নিত্য নতুন ষড়যন্ত্রের ঝাল বুনছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক আলহাজ্ব মনিরুল ইসলাম তালুকদারের জানায়, বিগত দিনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২৭টি সাইক্লোন সেন্টার নির্মান সুসম্পন্ন করেছি। ঝালকাঠী পৌরসভায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১৫ কোটি টাকার ৫টি সড়ক নির্মানের এক প্যাকেজ টেন্ডারের কার্যাদেশ পেয়েছি। এই ৫টি সড়ক নির্মান শেষ হলে আগামী ২০ বছরেও এসব রাস্তা ব্যবহারের অনুপোযুগী হবেনা। এ উন্নয়ন কাজ ব্যহত করতে যে যতোই প্রচেষ্টা করুক না কেনো তাদের কোন ষড়যন্ত্রই সফল হবেনা। ঝালকাঠি পৌরবাসীর কাছে প্রমান হবে টেকসই ও মানসম্মত উন্নয়ন কাকে বলে।

এবিএন/ আজমীর হোসেন তালুকদার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত