![খাগড়াছড়ি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/17/khagrachori_abnews24 copy_100292.jpg)
খাগড়াছড়ি, ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : দূর্নীতির অভিযোগে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবীতে জেলা সুষম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির খাগড়াছড়ি জেলা পরিষদ ঘেরাও কর্মসূচীকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। আইন শৃঙ্খখলা পরিস্থিতি অবনতির আশংকায় খাগড়াছড়ি পৌরসভা এলাকায় সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। পুরো শহরে বিপুল সংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভারপ্রাপ্ত খাগড়াছড়ি জেলা প্রশাসক এটিএম কাউছার হোসেন জানান, কর্মসূচীকে ঘিরে জানমালের ক্ষতির আশংকায় প্রশাসন এ ব্যবস্থা নিয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি প্রসঙ্গত, গত ২৫ আগষ্ট জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শুন্য ও নবসৃষ্ট পদের অনুকূলে ৩৫৮ জন শিক্ষক নিয়োগ দেয়ার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
খাগড়াছড়ি জেলা সুসম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণে ব্যাপক অনিয়ম-দূর্নীতি অভিযোগ এনে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবী জেলা পরিষদ ঘেরাও কর্মসূচী ঘোষণা করে।
এবিএন/জনি/জসিম/জেডি