![নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর প্রাণহানি](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/17/lightning-dead_100303.jpg)
নোয়াখালী, ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : জেলার হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে বজ্রপাতে রৌশন আরা (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রৌশন আরা ওই গ্রামের জামাল মাঝির স্ত্রী।
এ ঘটনায় ছলেমা বেগম নামে এক গৃহবধূ আহত হয়েছেন। ছলেমা বেগম জামাল মাঝির পুত্রবধূ।
আজ রবিবার সকালে উপজেলার কোরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূ্ত্রে জানা যায়, আজ রবিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়। সকালে জামাল মাঝির ঘরের উপর বজ্রপাত ঘটে। এ সময় ঘরের মধ্যে থাকা রৌশন আরা মারা যান এবং তার পুত্রবধূ ছলেমা বেগম আহত হন। ছলেমা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/জনি/জসিম/জেডি