বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নিহত যুবকের লাশ বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর

নিহত যুবকের লাশ বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর

নিহত যুবকের লাশ বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর

কুলাউড়া (মৌলভীবাজার), ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : ভারতীয়দের হাতে নিহত যুবকের লাশ বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর করেছে ভারতের কৈলাশহর থানা পুলিশ। গতকাল শনিবার রাত ১১টায় চাতলাপুর জিরো পয়েন্টে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বিজিবি ও কুলাউড়া থানা পুলিশ সুত্রে জানা যায়,গত শুক্রবার সন্ধ্যায় ভারতের উত্তর ত্রিপুরার ঊনকোটি জেলার মূর্তিছড়া কদমমোড়া গ্রামে ভারতীয় পিটিয়ে হত্যাকরে বাংলাদেশী যুবক ইয়াছিন মিয়াকে।

পরে লাশ ফেরতের জন্য বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর ভারতের কৈলাশহর হাসপাতালে লাশের পোষ্ট মর্টেম শেষে শনিবার রাত ১১ টায় কৈলাশহর থানা পুলিশ কর্তৃপক্ষ দুদেশের সীমান্তরক্ষী বাহিনী উপস্থিতিতে কুলাউড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

এ সময় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মুসা,বিজিবির চাতলা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার লিয়াকত আলী ও বিএসএফ মুক্তিছড়া ক্যাম্পের এসি গোপেন্দ্র কুমার উপস্থিত ছিলেন। নিহত ইয়াছিন কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সঞ্জবপুর বেরীর পার গ্রামের মৃত ফেরন মিয়ার ছেলে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: শামীম মুসা জানান, ভারতীয় পুলিশের নিকট থেকে লাশ রিসিভ করার পর কুলাউড়া থানায় জিডি করে পরিবারের সদস্যের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার সকালে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এবিএন/ময়নুল হক পবন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত