![শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী সিলেট বিভাগীয় ধামাইল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/17/abnews-24.comabbbbbbbbbbbbb_100382.jpg)
শ্রীমঙ্গল, ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য সংরক্ষণ, উন্নয়ন ও প্রসারের লক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩দিনব্যাপী সিলেট বিভাগীয় ধামাইল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়ে গেলো । গত শুক্রবার বিকাল ৫টায় আলোচনা সভা শেষে ধামাইলনৃত্য প্রদর্শনী, প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ ও সম্মাননা প্রদানের মধ্যে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়। শ্রীমঙ্গল জেলা পরিষদ মিলনায়তনে ধামাইল প্রশিক্ষণ কর্মশালার আহব্বায়ক মিজানুর রহমান আলম এর সভাপতিত্বে ও আবৃত্তিকার দেবাশীষ চৌধুরী রাজার সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নিখিল ভট্টাচার্য । সিলেট বিভাগ ধামাইলনৃত্য উন্নয়ন পরিষদের আয়োজনে ও ঢাকা বেঙ্গল ফাউন্ডেশনের সহযোগীতায় প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশন এর সিনিয়র ম্যানেজার ড. খন্দকার তাজমি নুর, সিনিয়র ম্যানেজার জাহিদুল হক দিপু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, প্রাবন্ধিক দ্বীপেন্দ্র ভট্টাচার্য, সুনামগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবদাস চৌধুরী, সিলেটের বিশিষ্ট কন্ঠশিল্পী লাভলী দেব। ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় শ্রীমঙ্গলের ৪টি স্কুল ও ২টি কলেজের মিলিয়ে ৭৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে সদনপত্র বিতরণ করা হয়।
এবিএন/আতাউর রহমান কাজল/জসিম/তোহা