![খাগড়াছড়িতে শিক্ষা দিবসে পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/17/khagrachari_abnews1_100410.jpg)
খাগড়াছড়ি, ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলার গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা কায়েমের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন! এই আহ্বানে এবং গণবিরোধী জেলা পরিষদের মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ বন্ধ কর, শিক্ষার মান ধ্বংসের চক্রান্ত রুখে দাড়াঁও এই শ্লোগানকে সামনে রেখে আজ রবিবার মহান শিক্ষা দিবসে খাগড়াছড়িতে ছাত্র সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
পূর্বনির্ধারিত ‘ছাত্র সমাবেশ’ খাগড়াছড়ি সদর স্বনির্ভর বাজারে করার কথা থাকলেও প্রশাসনের আজ খাগড়াছড়ি শহরে পৌর এলাকায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করায় পিসিপি’র নেতা-কমীর্রা ‘ছাত্র সমাবেশ’ পৌর এলাকার বাইরে গিরিফুল এলাকায় সমাবেশ করে। রবিবার, সকাল ১১টায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশে খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় হাজারের অধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রাহণ করে।
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অমল ত্রিপুরার সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিসিপি’র কেন্দ্রীয় কমিটিটর সাবেক সভাপতি ও ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক মিঠুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনিল চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি দ্বিতীয়া চাকমা, পিসিপি’ জেলা সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমা প্রমূখ।
সমাবেশ থেকে বক্তারা আজ সকালে প্রশাসনের পক্ষ থেকে জেলা শহরে ১৪৪ ধারা জারি করার ঘটনাকে তীব্র প্রতিবাদ জানায়। ১৪৪ ধারার ঘটনা পিসিপি’র শান্তিপূর্ণ সমাবেশ ভন্ডুল করে দেওয়ার জন্য প্রশাসনের ষড়যন্ত্র বলে আক্ষায়িত করেন।
পার্বত্য চট্টগ্রামে দুযোর্গপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করতে ও ছাত্র সমাজের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পিসিপি’র পতাকা তলে সমবেত হয়ে আন্দোলন সংগ্রাম বেগবান করার জন্য ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান। পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/এমসি