![আগৈলঝাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/17/agailjhara logo_100423.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কারখানাসহ হিন্দুধর্মাবলম্বীদের বাড়িতেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ রবিবার যথাযোগ্য মর্যাদায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন এলাকায় নৌকা বাইচ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। প্রতিবছর প্রচলিত পঞ্জিকামতে ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। পূজা উপলক্ষে ওইদিন সকালে ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠানে ধর্মীয় রীতি অনুযায়ী পুরোহিত দিয়ে পূজা-অর্চনা শেষে প্রসাদ বিতরণ করেন।
বিকেলে উপজেলার পয়সারহাট নদীসহ বিভিন্ন এলাকার খালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নৌকা বাইচ দেখার জন্য উপজেলাসহ দূর-দূরান্ত এলাকা থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষের সমাগম ঘটে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি