চাঁদপুর, ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : প্রতি বছরের মতো এবারও ‘জেগে ওঠো মাটির টানে’ এ স্লোগানকে সামনে রেখে আজ বিকেল থেকে শুরু হয়েছে চতুরঙ্গের সপ্তাহব্যাপী নবম ইলিশ উৎসব-২০১৭।
এ উপলক্ষে বিকেল ৫টায় একটি বর্ণাঢ্য র্যালিবের হয়। র্যালিটি চাঁদপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। চাঁদপুর শিল্পকলা একাডেমি মঞ্চে প্রধান অতিথি হিসেবে ইলিশ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ।
সাত দিনব্যাপী এবারের ইলিশ উৎসবে মৌলিক কর্মসূচির মধ্যে থাকছে- আলোচনা, ইলিশ বিষয়ক বিতর্ক, গোলটেবিল ঠৈক, ছবি আঁকা, কবিতা ও ছড়া প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী, ইলিশ ঘুড়ি ওড়ানো, ইলিশ রেসিপি, ফ্যাশন শো, সাংস্কৃতিক প্রতিযোগিতা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন চাঁদপুরের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাড. বিনয় ভূষণ মজুমদার। প্রধান আলোচক ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান।
বিশেষ অতিথী ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্র্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক রোটা. শবেবরাত। স্বাগত বক্তব্য রাখেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা অ্যাড. মো. জহিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ।
সন্ধ্যা সাড়ে ৭টায় থাকবে চাঁদপুর শিশু একাডেমীর সাংস্কৃতিক অনুষ্ঠান। আর রাত সাড়ে ৮টায় হবে রংধনু সৃজনশীল নৃত্য সংগঠনের সঙ্গীতানুষ্ঠান।
ইলিশ উৎসবের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৮ ব্যক্তিকে সংবর্ধনা প্রদান। যারা সংবর্ধিত হবেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হাই, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাসুদ হোসেন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সফিকুর রহমান ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা।
এবিএন/রাজ্জাক/জসিম/এআর