শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

হাতিয়ায় বজ্রপাতে নিহত ১, দগ্ধ ২

হাতিয়ায় বজ্রপাতে নিহত ১, দগ্ধ ২

নোয়াখালী, ১৭ সেপ্টেম্বর, এবিনিউজ : নোয়াখালী জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার তমরুদ্দি ইউনিয়নে বজ্রপাতে রৌশন আরা (৪৫) নিহত হয়েছেন। বজ্রপাতে নিহতের তার পুত্রবধূ ছলেমা বেগম (২০) ও তার নাতনী রাহেনা বেগম (৬) দগ্ধ হয়েছে এবং এসময় তাদের বসতঘর পুড়ে গেছে। আজ রবিবার সকাল ৮ টায় কোরালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রৌশন আরা ওই গ্রামের জামাল মাঝির স্ত্রী এবং দগ্ধ ছলেমা বেগম তার পুত্রবধূ।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর থেকে বৃষ্টি শুরু হয়। সকাল ৮টার দিকে জামাল মাঝির ঘরের উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় ঘরে থাকা রৌশন আরা নিহত এবং ছলেমা বেগম ও রাহেনা বেগম দগ্ধ হয়।

দগ্ধ ছলেমা বেগম ও রাহেনা বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত