![আগৈলঝাড়ায় পানিতে পরে শিশুর মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/18/abnews-24bbbbb_100497.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ১৮ সেপ্টেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় পরিবারের অগোচরে পানিতে পরে দেড়বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালসূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী ভাউধর গ্রামের বিধান বাড়ৈর দেড় বছরের মেয়ে মাধবী বাড়ৈ আজ সোমবার সকাল ১১টায় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পরে যায়। বহু খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন পুকুর থেকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল-মামুন তাকে মৃত ঘোষণা করেন।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা