
আগৈলঝাড়া (বরিশাল), ১৮ সেপ্টেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মা সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পারভীন জাহান, উপজেলা নিবাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল, জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল হক তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. চুন্নু ফকির, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ইসহাক আলম পাইক, সুশান্ত মজুমদার, মো. জাহিদুল ইসলাম, শিক্ষক অরুণ হালদার প্রমুখ।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা