শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • খাগড়াছড়িতে হরতাল উপেক্ষা করে চলছে স্বাভাবিক জীবন-যাপন

খাগড়াছড়িতে হরতাল উপেক্ষা করে চলছে স্বাভাবিক জীবন-যাপন

খাগড়াছড়িতে হরতাল উপেক্ষা করে চলছে স্বাভাবিক জীবন-যাপন

খাগড়াছড়ি, ১৮ সেপ্টেম্বর, এবিনিউজ : খাগড়াছড়ি পার্বত্য জেলা হরতালকে উপেক্ষা করে পার্বত্য জেলা পরিষদের হস্থান্তিরিত শিক্ষা বিভাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা আজ সোমবার বেলা সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে। অন্যদিকে ভোর ৬টা থেকে জেলার বিভিন্ন স্থানের সড়কে টায়ার জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে হরতাল করছে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া ৯টি উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির ঘেরাও কর্মসূচি ঘোষনার পরবর্তী টানা তিনদিন মংগলবার(১৯/০৯/২০১৭), বুধবার(২০/০৯/২০১৭), বুহষ্পতিবার(২১/০৯/২০১৭) সড়ক অবরোধ চলমান অব্যাহত থাকবে।

সকাল থেকে বিকেল পর্যন্ত দুরপাল্লা ও অভ্যন্তরীন সড়কে কোন যাত্রীবাহি যান চলাচল করতে পারেনি। কড়া পিকেটিং অবস্থান নেওয়ায় শহরে টমটম-অটোরিক্্রা, মটর সাইকেলও না চলতে পারায় অধিকাংশ পরীক্ষাথী চরম দুর্ভোগে পড়ে পায়ে হেতে পরীক্ষায় অংশ গ্রহন করতে হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর কক্ষে নিয়োগের মৌখিক পরীক্ষা যথাসময়ে শুরু হয়। এসময় নিয়োগ কমিটির পার্বত্য চট্টগ্রাম আজ্ঞলিক পরিষদ সদস্য রত্তোৎপল ত্রিপুরা, পাজেপ সদস্য রে¤্রাচাই চৌধুরী, এমএ আব্দুল জব্বার, মংসুইপ্রু চৌধুরী অপু, জুয়েল চাকমা, সতীশ চাকমা, নিগার সুলতানা, নির্মলেন্দু চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নুরুজ্জামান খান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিনসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

ষ্পর্শকাতর এলাকায় পুলিশ, আর্মড পুলিশ, সাদা পোষাকে ডিবি পুলিশ অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। যে কোন ঘটনা এড়াতে সেনাবাহিনী ফ্্িরআপ টহল অব্যাহত রয়েছে। তবে পিকেটিংয়ের কোন ব্যক্তিকে পুলিশ আটক করেনি। সোমবার(১৮/০৯/২০১৭) থেকে শুরু করে বৃহস্পতিবার(২১/০৯/২০১৭) পর্যন্ত চলবে মৌখিক পরীক্ষা। প্রথম দিনে লক্ষ্মীছড়ি, মানিকছড়ি ও রামগড় উপজেলার সিংহ ভাগ পরীক্ষার্থীই উপস্থিত ছিলেন বলে প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানানো হয়েছে। এতে হরতালের কারনে লক্ষ্মীছড়ি উপজেলা-৩, মানিকছড়ি-২ ও রামগড় উপজেলার-১জন মৌখিক চলাকালীন পরীক্ষাথী অনুপস্থিত পাওয়া যায় বলে জানা যায়।

রামগড় থেকে আসার পরীক্ষার্থী সুরিয়া মারমা জানান, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে সোমবার ভোর ৪টায় মোটরসাইকেলে করে খাগড়াছড়ি এসেছি। খাগড়াছড়ি আসার পর পিকেটিংয়ের ভয়ে জিরোমাইল থেকে পায়ে হেঁটে পার্বত্য জেলা পরিষদে আসতে হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী জানান, নিজেদের স্বার্থে সরকারি কাজে বাধা দিয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করতে জনপ্রতিনিধিরা হরতাল দিয়েছে। কিন্তু জনগণ তাদের ডাকে সাড়া না দিয়ে স্বত:স্ফূর্তভাবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। উপস্থিতির হার আনুমানিক ৯০শতাংশ। তিনি জানান, যে সব পরীক্ষার্থী আজ অংশ নিতে পারবে না। পরবর্তীতে তাদের পরীক্ষা নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৫শে আগস্ট পার্বত্য জেলা পরিষদের অধীনস্থ প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গত ১৭ই সেপ্টেম্বর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ঘেরাও কর্মসূচির ডাক দেয় জনপ্রতিনিধিদের সংগঠন জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। সরকারি সম্পত্তি বিনষ্ট ও জননিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কায় ওইদিন পৌর শহর এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ঘেরাও কর্মসূচি পন্ড হওয়ায় সংগঠনটি ১৮ই সেপ্টেম্বর হরতাল ও ২১ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৩দিন পর্যন্ত সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি।

এবিএন/চাইথোয়াই মারমা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত