![গঙ্গাচড়ায় শিক্ষার্থীদের মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/18/gangachara_abnews_100555.jpg)
গঙ্গাচড়া (রংপুর), ১৮ সেপ্টেম্বর, এবিনিউজ : রংপুরের গঙ্গাচড়ার মাধ্যমিক পর্যায়ের ৭৫০ জন শিক্ষার্থীদের টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের হাতে টিফিন ক্যারিয়ার তুলে দেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু।
এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান নাজমীন নাহার, উপজেলা প্রকৌশলী এজেডএম আহসান উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিনা বেগম, একাডেমিক সুপার ভাইজার আমজাদ হোসেন, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, রফিকুল ইসলামসহ ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ সোমবার পৃথক আয়োজনে গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়ের ৫’শ ও হাজী দেলোয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন ক্যারিয়ার বিতরণ করা হয়।
উল্লেখ্য, উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ২০১৬-১৭ অর্থ বছরের আওতায় প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে উপজেলার প্রায় ১১ হাজার শিক্ষার্থীকে টিফিন ক্যারিয়ার প্রদান করা হবে।
প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম এবং ভোকেশনাল শাখার প্রত্যেক শিক্ষার্থী এ টিফিন ক্যারিয়ার পাবে বলে জানা যায়।
এবিএন/স্বপন/জসিম/এমসি