শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

মেলান্দহে তথ্য অফিসের আলোচনা সভা

মেলান্দহে তথ্য অফিসের আলোচনা সভা

জামালপুর, ১৯ সেপ্টেম্বর, এবিনিউজ : জামালপুরের মেলান্দহে সরকারের সাফল্য-উন্নয়ন ভাবনা শীর্ষক সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং আজ মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে ব্রিফ করেন-তথ্য অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন।

প্রেসক্লাবের সভাপতি হাজী আবুল হাশেম, যুগ্ম সম্পাদক দিলরুবা ইয়াসমিন রুমা, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক ছামিউল ইসলাম, সদস্য হুমায়ুন কবির, শাহীন আলমসহ কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় সরকারের উন্নয়ন-সফলতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার উপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, ওই দিন বিকেলে আলোচনা সভা, সঙ্গীতানুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ একেএম হাবিবুর রহামান চাঁন, ইউএনও জনকেনেডি জাম্বিল, এএসপি ছামিউল ইসলামসহ জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-সূধিবৃন্দরা উপস্থিত ছিলেন।

এবিএন/জামাল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত