![আগৈলঝাড়ায় সরকারী জায়গায় বালু ভরাট করে দোকানপাট নির্মাণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/19/abnews-24.bbbbbb_100662.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ১৯ সেপ্টেম্বর, এবিনিউজ : আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট এলাকা জুড়ে চলছে সরকারী জায়গা দখলের মহোউৎসব শুরু হয়েছে। এলাকা ঘুরে জানা গেছে যে, একটি প্রভাবশালী ভূমিদস্যুর দল পয়সারহাট হাইওয়ে ব্রীজের পূর্বপার্শ্বে সরকারী খাস জায়গায় বিস্তার এলাকা দিয়ে বালু ভরাট ও হাইওয়ে ব্রীজের পশ্চিমপার্শ্বে লোকাল বাস কাউন্টারের পূর্ব পাশে একটি ইমারত গড়ে তুলছে ওই এলাকার প্রভাবশালী ভূমিদস্যু আ. মান্নান (৪৭) ও ব্রীজের পূর্বপার্শ্বে হাইওয়ে রাস্তার ঢালে সরকারী জায়গায় আরো একজন প্রভাবশালী ভূমিদস্যু জব্বার তালুকদার (৫৫) সরকারী জায়গা বালু ভরাট করে মার্কেট ও দোকান পাট করার পায়তারা চালাচ্ছে। এলাকা সুত্রে জানা যায়, এরা সরকারী বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দখল নিচ্ছে। বিষয়টি এলাকার মানুষ ভয়ে মুখ খুলছে না নজরদারী নেই আইনশৃঙ্খলা বাহিনীর যে যার মত করে দখল করছে সরকারী জায়গা গড়ে তুলছে মার্কেট ও দোকানপাট।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা