![আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের বিকাশ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2017/09/19/abnews-24.bbbbbbb_100663.jpg)
আগৈলঝাড়া (বরিশাল), ১৯ সেপ্টেম্বর, এবিনিউজ : বৃটিশ কাউন্সিলের সহযোগিতায় বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ বিষয়ক চারদিনের প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের বাস্তবায়নে একটিভ সিটিজেন ইয়ুথ লিডারশিপ ট্রেনিং বা শিক্ষার্থীদের নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা জেলা পরিষদ ডাকবাংলো সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী মো. সাইফুল ইসলাম লিটনের সভাপতিত্বে সমাপনী সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, জাতীয় কন্যা শিশু এডভোকেসী আগৈলঝাড়া ফোরামের সভাপতি মহাদেব চন্দ্র বসু। চারদিনের এই কর্মশালায় বিভিন্ন কলেজের ৩২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/তোহা