আগৈলঝাড়া (বরিশাল), ১৯ সেপ্টেম্বর, এবিনিউজ : বরিশালের আগৈলঝাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃংখলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের এসএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজ্জাক মোল্লা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, মন্দির কমিটির পক্ষে স্নেহাশীষ সমদ্দার প্রমুখ।
সভায় চলতি বছরে অত্র উপজেলার ১৪০টি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তায় পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি র্যাব ও ডিবি’র ভ্রাম্যমান টিম নিয়োজিত থাকবে।
এবিএন/অপূর্ব লাল সরকার/জসিম/এমসি