বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

মানিকগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় শিশুর মৃত্যু

মানিকগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় শিশুর মৃত্যু

মানিকগঞ্জ, ১৯ সেপ্টেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাসচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া আক্তার (৫) মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকরা এলাকার আলতাফ হোসেনের কন্যা।

জানা গেছে, মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায় রাস্তা পার হওয়ার সময় হরিরামপুরগামী শুকতারা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই শিশু আলেয়ার মৃত্যু হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত