শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সাটুরিয়ায় শ্রমিকলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

সাটুরিয়ায় শ্রমিকলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

সাটুরিয়ায় শ্রমিকলীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ২

মানিকগঞ্জ, ১৯ সেপ্টেম্বর, এবিনিউজ : মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায় উপজেলায় কলেজ ছাত্রলীগ সভাপতির বাসায় চুরির ঘটনায় উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদকসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সৈয়দ কালুশাহ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতাউল গনি সাজুর বাসায় সোমবার রাতে চুরির ঘটনা ঘটে। তাদের দাবী অনুযায়ী চোরেরা বাসা থেকে প্রায় ২০ ভরি স্বণ, ১৫ ভরি রুপা ও নগদ প্রায় ৩ লক্ষ টাকা নিয়ে যায়।

এ ঘটনায় সাটুরিয়া থানা পুলিশ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রাজুসহ ২ জনকে আটক করেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জে সদর সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় কলেজ ছাত্রলীগ সভাপতি সাজু বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করেছে। ছাত্রলীগ নেতা সাজুর স্ত্রী সোনিয়া জানায়, সোমবার রাত ৮ টার দিকে বিদ্যুৎ চলে যায়। বাসার সবাইকে নিয়ে তারা নীচ তলায় বসে গল্প করছিলো।

এ সময় চোররা ঘরের প্রবেশ করে আলমারীতে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণ ও ১৫ ভরি রুপা এবং নগদ ২ লাখ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় দুতলার শব্দ হলে গৃহবধূ সোনিয়া উপরে উঠলে চোরেরা তাকে ডাক্কা দিয়ে পালিয়ে যায়।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা ওসি (তদন্ত) মো: হাসমতউল্লা জানায়, ছাত্রলীগ নেতা সাজু মঙ্গলবার সন্ধ্যায় বাদী হয়ে একটি চুরি মামলা দায়ের করেছে।

পুলিশ এ ঘটনায় সাটুরিয়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাজু আহম্মেদ ও আলামিনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত